
নুহাশপল্লী আরও সবুজ হয়ে গেছে
প্রথম আলো অনলাইনের নিয়মিত আয়োজন ‘ঘরে বসে গান’-এ আজকের অতিথি মেহের আফরোজ শাওন। আজকের আয়োজনে তাঁর পরিবেশনাসহ আরও কিছু বিষয়ে গতকাল রোববার বিকেলে কথা হলো তাঁর সঙ্গে। ‘ঘরে বসে গান’ আয়োজনে আজ কোন গানগুলো শোনাবেন?হুমায়ূন আহমেদের পছন্দের ‘যে থাকে আঁখি পল্লবে’ গানটি গেয়েছি। এখানে গান গাওয়ার ক্ষেত্রে স্বাধীনতা ছিল, বাকি তিনটা গেয়েছি, যা আগে কখনো কোথাও করিনি। আমার ভীষণ পছন্দের গানগুলো হচ্ছে ‘আমার মন মানে না দিবা-রজনী’, ‘দেখেছি রূপসাগরে কাঁচা সোনা’, আরেকটা নির্মলা মিশ্রের। এই গানগুলো সব সময় আমার শুনতে ভালো লাগত, কখনো গাওয়ার চেষ্টা করিনি।