কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যাট-হেলমেট হাতে ভারতীয় ব্যাটসম্যান লিখলেন, ‘মিস ইউ’

প্রথম আলো ভারত প্রকাশিত: ১৩ জুলাই ২০২০, ১৯:২৬

কবিশ্বজুড়ে ক্রিকেটে যেখানে মরুভূমির খরতাপ, একপশলা বৃষ্টি হয়ে যেন এসেছে সাউদাম্পটন টেস্ট। করোনাভাইরাস এসে বিশ্বজুড়ে সবকিছুই তো থামিয়ে দিয়েছে, ক্রিকেট আর সেখানে এমন কী! সেই মার্চ থেকেই ক্রিকেট ঘরবন্দী। ক্রিকেটাররাও। ব্যাট-হেলমেট-প্যাড-বলগুলো হাতে নেওয়া বলতে ধুলো-ময়লা ঝেড়ে রেখে দেওয়া পর্যন্তই। ক্রিকেট না দেখে থাকতে ক্রিকেটভক্ত মানুষেরই হাঁসফাঁস লাগছিল এত দিন, তাহলে ক্রিকেট যাদের জীবন-ধ্যানজ্ঞান, তাঁদের কেমন লাগবে? লোকেশ রাহুলের ইনস্টাগ্রাম পোস্ট কিছুটা বুঝিয়ে দেবে সেটা। ইনস্টাগ্রামে আজ একটা ছবি পোস্ট করেছেন রাহুল। তাঁর ব্যাট-প্যাড-গ্লাভস-কিটব্যাগ মেঝেতে পড়ে আছে। সেগুলোর পাশে হাঁটু গেঁড়ে বসে থাকা রাহুলের হাতে ভারতের প্রতীকসংবলিত হেলমেট। ছবির ক্যাপশনে ২৮ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান লিখেছেন, ‘আই মিস ইউ!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও