‘ঘরের জিনিসপত্র উদ্ধার করতে পরলাম না’
ঘর থেকে বেরিয়ে দেখি পানিতে ভাসছি। রাস্তা বা খাল বোঝার কোনো উপায় নাই। চারিদিকে শুধু পানি আর পানি। হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি ভেঙে কোনোমতে রাস্তায় গিয়ে উঠলাম। কিন্তু ঘরের জিনিসপত্র উদ্ধার করতে পরলাম না। সব পানিতে ভেসে গেছে।’
মলিন মুখে কথাগুলো বলছিলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সর্দার পাড়ার ৭০ বছরের আলিমুল মিয়া। তিনি ৩০ বছরেও তিস্তার পানির এমন আক্রোশ দেখেননি। হঠাৎ করে তিস্তার থাবায় সব হারিয়ে সর্বস্বান্ত আলিমুল মিয়ার মতো অনেকেই।