বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন মারিয়া
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৩ জুলাই ২০২০, ১৮:২৭
সাম্প্রতিক সময়ে মেয়েদের ফুটবলে আশাতীত সাফল্য। সাফ ছাড়াও এএফসির বয়সভিত্তিক প্রতিযোগিতাতে ভালো করছে বাংলাদেশ নারী ফুটবল দল, বিশেষ করে অনূর্ধ্ব-১৬ বিভাগে। টানা দুইবার চূড়ান্ত প্রতিযোগিতায় খেলেছে লাল-সবুজ জার্সিধারীরা। সেই দলটির অধিনায়ক মারিয়া মান্দা স্বপ্ন দেখেন মেয়েদের বিশ্বকাপে খেলার।
ছেলেরা যেখানে টানা চার সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে, সেখানে বাংলাদেশের মেয়েরা ২০১৬ সালে খেলেছে ফাইনালে। এছাড়া তিনবার খেলেছে সেমিফাইনালে। তাই লাল-সবুজ দল নিয়ে বড় স্বপ্ন দেখেন মারিয়া। বয়সভিত্তিক প্রতিযোগিতায় দাপটের সঙ্গে খেলার সঙ্গে জাতীয় মূল দলে জায়গা করে নেওয়া এই মিডফিল্ডার বললেন, ‘আমরা ভালো ফুটবল খেলে আসছি। ভবিষ্যতে আরও ভালো খেলতে চাই।
- ট্যাগ:
- খেলা
- স্বপ্ন
- ফুটবল বিশ্বকাপ
- মারিয়া মান্ডা