![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/13/2163df7366f5f206f3772d1b80256767-5f0be4a0bc65c.jpg?jadewits_media_id=1546394)
একধরনের ওষুধ ব্যবহারে আয়ু বাড়ার আভাস
দীর্ঘায়ু পাওয়ার আকাঙ্ক্ষা প্রায় সব মানুষেরই রয়েছে। বিজ্ঞানীরাও তাই যুগ যুগ ধরে এ নিয়ে গবেষণা করে চলেছেন। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী দাবি করেছেন, মানুষের আয়ু বাড়ানোর পথ তাঁরা সম্ভবত খুঁজে পেয়েছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আবিষ্কার
- ওষুধ
- দীর্ঘ আয়ু