পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচটি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি বলছে, স্বাস্থ্যবিধি মেনে এসব হাট পরিচালনা করা হবে। করোনা পরিস্থিতিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম শহরে অস্থায়ী পশুর হাট না বসানোর সুপারিশ করেছিল করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
ডিএসসিসি কর্মকর্তারা জানান, গত ১৪ জুন ১৪টি অস্থায়ী পশুর হাট ইজারা দিতে গণমাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমা পড়ার পর ২ জুলাই তিনটি ও গতকাল রোববার আরও দুটি হাটের ইজারা চূড়ান্ত করা হয়। সংস্থার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, শহরের ভেতরে হাট বসানো হলেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ওপর তাঁরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এ জন্য সরকার–নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা পাওয়া গেলেও পাঁচটি হাটের ইজারা চূড়ান্ত করেননি তাঁরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.