করোনার মধ্যেই জন্ম প্রতিষ্ঠানের, তৈরি করে নকল-মানহীন স্যানিটাইজার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জুলাই ২০২০, ০০:২৬
মহাখালীর ডিওএইচএস এলাকায় অভিযান শেষে রাজধানীর আদাবর শ্যামলী হাউজিং এলাকায় নকল ও মানহীন হ্যান্ড স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে র্যাব।
এমএস রোজমারি লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনার পর বিপুল পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার, খালি বোতল এবং স্যানিটাইজার তৈরির বিভিন্ন ধরনের কেমিক্যাল জব্দ করা হয়।