জেনে নিন ‘কসম’ খাওয়ার বিধান
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১৪:২৬
আমাদের অনেককেই দেখা যায় মায়ের কসম, বাবার কসম, পবিত্র কোরআন ছুঁয়ে, মসজিদ ছুঁয়ে, সন্তানের মাথায় হাত রেখে, এছাড়াও অনেক ভাবে কসম করতে দেখা যায়।
অথচ যে ব্যক্তি মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কোনো সত্তা বা বস্তুর নামে কসম বা শপথ করে সে মূলত আল্লাহর সম্মান ও অধিকারে ওই সত্তাকে শরিক ও অংশীদার করল। এজন্য এটা শিরক হবে। তাছাড়া আল্লাহর নামে মিথ্যা কসম করা কবিরা গুনাহ, তবে তা শিরক নয়।