কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আল্লাহর অনুগ্রহ ও প্রশান্তি লাভে জিকিরের গুরুত্ব

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১২:১৯

ইবাদত-বন্দেগির মাধ্যমে মানুষ আল্লাহর অনুগ্রহ লাভ করে। অনুগ্রহ লাভের অন্যতম মাধ্যম আল্লাহর জিকির। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন-الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ'যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।' (সুরা রাদ : আয়াত ২৮) আল্লাহ তাআলা যে বান্দার প্রতি অনুগ্রহ করেন সে বান্দা দুনিয়ার সব কাজে প্রশান্তি লাভ করে। আবার ইবাদত-বন্দেগিতে অলসতা ও অবহেলা আসে না।

সহজে বান্দাকে প্ররোচনা দিয়ে অন্তর কুলষিত করতে পারে না শয়তান। প্রশান্ত অন্তর ও আল্লাহর রহমত লাভে জিকিরের বিকল্প নেই। এ কারণেই আল্লাহ তাআলা কুরআনুল কারিমের প্রশান্ত আত্মার অধিকারী হতে তার জিকিরের প্রতি গুরুত্বারোপ করেছেন। আর আল্লাহর অনুগ্রহ লাভকারী ও প্রশান্ত আত্মার অধিকারীরাই লাভ করবে সুনিশ্চিত জান্নাত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে