সারাক্ষণই প্রমাণ করতে হয়...
প্রথম আলো
প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১০:৫৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের মধ্যে মোট ৭টিতে চেয়ারপারসন হিসেবে প্রশাসনিক নেতৃত্ব দিচ্ছেন সাতজন নারী শিক্ষক, যার অনুপাত ৪৩ দশমিক ৭৫ শতাংশ। কলা অনুষদের ১৭টি বিভাগের মধ্যে ৬টিতে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন নারী শিক্ষকেরা, যার অনুপাত ৩৫ দশমিক ২৯ শতাংশ।
১৩টি ইনস্টিটিউটের মধ্যে ৪টিতে পরিচালক হিসেবে নেতৃত্বে রয়েছেন নারী শিক্ষক, যার অনুপাত ৩০ দশমিক ৭৬ শতাংশ। এ ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান অনুষদ, যেখানে একজন নারীও চেয়ারপারসনের দায়িত্বে নেই, অনুপাত শূন্য শতাংশ। চারুকলা, জীববিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগে কয়েকজন নারী শিক্ষক প্রশাসনিক দায়িত্বে রয়েছেন। ১৯২১ সালে প্রতিষ্ঠার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ছিলেন শুধু একজন, লীলা নাগ।