‘স্বাস্থ্য ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন সমন্বিত আইন’
দেশের স্বাস্থ্য ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ‘সমন্বিত আইন’ প্রয়োজন, যে আইন চিকিৎসা সেবাগ্রহীতা, দাতা ও ব্যবস্থাপকের অধিকার সংরক্ষণ করবে। একইসঙ্গে জবাবদিহিতা-স্বচ্ছতা নিশ্চিত করবে এবং দুর্নীতি ও সহিংসতা প্রতিরোধে সহায়ক হবে। শনিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ‘মেডিক্যাল নেগলিজেন্স অ্যান্ড ইমপ্যাক্ট অন হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক ওয়েবইনারে অংশ নিয়ে বক্তারা চিকিৎসা সেবায় শৃঙ্খলা ফেরাতে এসব পরামর্শ দেন। স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম এই ওয়েবইনারের আয়োজন করে।
সঞ্চালনা করেন বিশ্ব ব্যাংকের সিনিয়র হেলথ স্পেশালিস্ট ডা. জিয়া হায়দার।স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম নিয়মিতভাবে সাপ্তাহিক ওয়েবইনারের আয়োজন করে আসছে।আলোচনায় অংশ নিয়ে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী বলেন, আমাদের একটি চিকিৎসা সুরক্ষা আইন প্রয়োজন।