![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/12/0ddc47291a20770faafc7ed2378d8f5d-5f0a59f3d62ac.jpg?jadewits_media_id=1546155)
গৃহ থেকে গ্রহে জয়নুল আবেদিন
প্রথম আলো
প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ০৬:৩৩
বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। বাংলাদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ। ১৯৪৩ সালে হাতে আঁকা দুর্ভিক্ষ চিত্রমালার মাধ্যমে দেশ ছাড়িয়ে বিশ্বের কাছে হয়েছেন বিখ্যাত। তাঁর ছবি যেন কথা বলে। তিনি বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের জনক জয়নুল আবেদিন। তাঁর বিখ্যাত শিল্পকর্মগুলো হলো ১৯৫৭ সােল ‘নেকা’, ১৯৫৯ সােল ‘সংগ্রাম’, ১৯৬৯ সােল ‘নবান্ন’, ১৯৭০ সােল ‘মনপুরা’, ১৯৭১ সােল ‘বীর মুক্তিযোদ্ধা’, ‘ম্যাডোনা’ ইত্যাদি।