লকডাউনে কমতির দিকে যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস উত্তোলন
২০১৯ সাল প্রাকৃতিক গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের রেকর্ডের বছর ছিল। এ সময় জ্বালানি পণ্যটির উত্তোলন, চাহিদা ও রফতানি সবকিছুই চাঙ্গা ছিল। তবে গত বছরের চেয়ে চলতি বছরের পার্থক্য অনেক বেশি। মহামারীর কবলে পড়েছে গোটা বিশ্ব। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রের নাকাল অবস্থা। সংক্রমণ ঠেকাতে টানা লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার।
এতে দেশটির অর্থনৈতিক কার্যকলাপ হুমকির মুখে পড়েছে। অন্যদিকে চাহিদা কমে প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে। সব মিলিয়ে চলতি বছর দেশটিতে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সঙ্গে ব্যবহারেও নিম্নমুখী প্রবণতা বজায় থাকতে পারে।