ফেনীতে দামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি হচ্ছে ভেজাল মসলা
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রতি বছর ফেনীতে অসাধু ব্যবসায়ীরা ভেজাল মসলা তৈরি করেন। কয়েক বছর ধরে বারবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠান সিলগালাসহ নানা আইনগত পদক্ষেপ নেয় প্রশাসন। কিন্তু এর পরও বন্ধ করা যাচ্ছে না ভেজাল মসলার কারবার।
শহরের তাকিয়া রোড, আবু বকর সড়কসহ গ্রামের বিভিন্ন হাটবাজারে মসলার মিলগুলোয় এখন চলছে ভেজাল মসলা তৈরির উৎসব। পরবর্তী সময়ে দামি ব্র্যান্ডের মোড়কে এসব ভেজাল মসলা বাজারজাত করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ফেনী শহরের অন্তত ১৫-২০টি মিলে তৈরি হচ্ছে ভেজাল মসলা। মরিচ, হলুদ ও মসলার মধ্যে মেশানো হচ্ছে চাল ও ইটের গুঁড়ো, আটা, ক্ষতিকারক রঙ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.