![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/04/27/b6eb95807bad46ee3ec7d292c712ff9e-chattagong.jpg?jadewits_media_id=577993)
মরদেহ নিয়ে চার স্বজন নামলেন কোমর সমান পানিতে
খালের ওপর নেই কোনো সেতু। ছোট্ট যে সাঁকোটি আছে সেটিও বেশ নড়বড়ে। কী আর করা! বাধ্য হয়ে মরদেহ নিয়ে তাই চার স্বজন নেমে পড়লেন কোমর সমান পানিতে। খাটিয়ার নিচের অংশ তখন পানি ছুয়ে যাচ্ছিল । কোনোমতে তাঁরা স্রোত ঠেকিয়ে পার হলেন অন্য পাড়ে। সেই কষ্টের দৃশ্য ধরা পড়ে জানাজায় যোগ দিতে আসা কারও কারও মুঠোফোনের ক্যামেরায়।