![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/07/11/195525_bangladesh_pratidin_careena.jpg)
সাইফ কে যে তার স্বল্পবসনা আটকাবেন! স্পষ্ট জবাব কারিনার
২০১৮ সালে কুণাল খেমু এবং সোহা আলি খানের সঙ্গে মলদ্বীপে বেড়াতে যান সাইফ-কারিনা। মলদ্বীপে গিয়ে কারিনা স্বল্পবসনায় ধরা দেন। মা হওয়ার পরও বেবো যে বিটাউনের প্রথম সারির অভনেত্রীদের মধ্যে নিজের ছাপ রেখেছেন, তা বেশ স্পষ্ট। যদিও সেই ছবি বেড়ানোর ছবি নিয়ে নেট দুনিয়ার একাংশের আক্রমণের মুখে পড়েন তিনি।