কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেত্রকোনায় ৫০ গ্রাম প্লাবিত, ২০ হাজার মানুষ পানিবন্দি

বার্তা২৪ কলমাকান্দা প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ১৯:৩৮

পাহাড়ি ঢল এবং অতি বৃষ্টির কারণে গনেশ্বরী, মহাদেও, মঙ্গলেশ্বরী ও উব্ধাখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরসহ ৫০টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ। এছাড়া পানিতে তলিয়ে গেছে ওইসব গ্রামের রাস্তা-ঘাট। এতে যান চলাচলও বন্ধ হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) বিকেল পর্যন্ত উব্ধাখালী নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের রিডার মোবারক হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) মধ্য রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কলমাকান্দা উপজেলা সদরসহ নয়াপাড়া, মুক্তিচর, বিশরপাশা, বাউশাম, হরিপুর চকবাজার, আনন্দপুর, বরুয়াকোনা ও বড়খাঁপন কাঁচা এবং পাকা সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও