You have reached your daily news limit

Please log in to continue


কাঁঠালের বিচি দিয়ে তৈরি করুন সুস্বাদু কাবাব

কাঁঠালের বিচি দিয়ে চমৎকার স্বাদের সব খাবার তৈরি করা যায়। মাংস কিংবা শুঁটকির সঙ্গে কাঁঠালের বিচি দিয়ে রান্না অনেকের কাছেই পছন্দের। কাঁঠালের বিচি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু হালুয়াও। তবে আজ সেসব নয়, জেনে নেবো ব্যতিক্রমী স্বাদের কাঁঠালের বিচির কাবাব তৈরির রেসিপি- উপকরণ:কাঁঠালের বিচি- ২ কাপপেঁয়াজ কুচি- এককাপরসুন বাটা- ২ চা চামচকাঁচামরিচ কুচি- ২ টেবিল চামচধনেপাতা কুচি- আধাকাপমরিচ গুঁড়া- ২ চা চামচজিরার গুঁড়া- ২ চা চামচগরম মসলার গুঁড়া- ২ চা চামচলবণ- স্বাদমতোবেসন- ৩ টেবিল চামচডিম- ২টিতেল- ভাজার জন্য। প্রণালি:কাঁঠালের বিচি পরিষ্কার করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে মিহি করে বেটে নিন। এবারে এর সঙ্গে ডিম, বেসন, পেঁয়াজ কুচি, রসুন বাটা, গরম মসলার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনেপাতা কুচি, মরিচ কুচি দিয়ে মেখে নিন। মিশ্রণ যেন খুব বেশি শক্ত বা নরম যেন না হয়। এবার অল্প করে মিশ্রণ নিয়ে কাবাবের আকৃতি দিন। প্যানে তেল গরম করে তাতে কাবাব দিন। দুই পাশ লাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে প্যান থেকে উঠিয়ে তেল ঝরিয়ে পরিবেশন করুন সসের সঙ্গে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন