কিসের অনুমতি লাগবে, বললেন ঠিকাদার
খুলনার জেলার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার সীমানাবর্তী এলাকা শৈলমারীর সালতা নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এ বালু উত্তোলন করছেন এক ঠিকাদার।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করলেও স্থানীয় প্রশাসন ওই ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
জানা যায়, প্রবাহমান সালতা নদীর তলদেশে বোরিং করে পাম্প মেশিনের সাহায্যে বালু উত্তোলন করছে বিশ্বজিত দে নামে এক ঠিকাদার। নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করায় আশপাশের বসবাসকারীরা তাদের বসতঘর নদীতে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছেন। এছাড়া মেশিনের প্রকট শব্দ ও কালো ধোঁয়ায় তাদের বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে।