শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে ‘আমাদের টুনটুন’
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ১৬:৪৪
শিশুদের পড়ালেখা নিয়ে অভিভাবকরা অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠেন। তারা শিশুদের খেলার সময়ও দিতে চান না। পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে খেলাধুলাসহ অন্যান্য বিনোদনও প্রয়োজন- এমন বক্তব্য নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আমাদের টুনটুন’। অসীম রায়ের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইলন সফির।
এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শিশুশিল্পী সামিহা সিমরান রুহি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- আরমান পারভেজ মুরাদ, সানারেই দেবী শানু, রমিজ রাজু, নীলাসহ আরও অনেকে। নাটকটির গল্পে দেখা যাবে, টুনটুন তৃতীয় শ্রেণীতে পড়ে। স্কুল, টিউটর, কোচিং সব মিলিয়ে তার দম ফেলার সময় নেই। টুনটুনের মা মিতার ইচ্ছা সবক্ষেত্রে তাকে প্রথম হতেই হবে। মেয়েকে এভাবে সবকিছু চাপিয়ে দেওয়ার বিষয়টা বাবা পলাশ মেনে নিতে পারেন না।
- ট্যাগ:
- বিনোদন
- নাটক
- টিভি পর্দা
- শিশুতোষ গল্প