![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/11/38cbb414ce11c760416c865399e5abcb-5f09905b19715.jpg?jadewits_media_id=1546053)
সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছেন অদিতি
অদিতির একটি তেলেগু ছবিও মুক্তি পাবে। মোহন কৃষ্ণ ইন্দ্রাগান্তি পরিচালিত থ্রিলার ধাঁচের সেই ছবিতে অদিতির সঙ্গে আরও থাকবেন সুধীর বাবু ও ননি। এ নিয়ে অবশ্য টুঁ শব্দটি করছেন না তিনি। কোনো সূত্র ছাড়াই এর রহস্যজট খুলবেন দর্শক, এটাই তাঁর প্রত্যাশা।