কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার ভ্যাকসিন তৈরিতে ব্যবহার হচ্ছে কাঁকড়ার নীল রক্ত

সময় টিভি প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ১৫:০০

করোনার কাছে জিম্মি পুরো পৃথিবীর মানুষ তাকিয়ে আছে ভ্যাকসিনের দিকে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী-গবেষকরা প্রাণঘাতী এ ভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরমধ্যে কয়েকটি ভ্যাকসিন ট্রায়ালে সাফল্য পেলেও খুব দ্রুত যে ভ্যাকসিন আসছে না বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বর্তমানে যে ভ্যাকসিনগুলোর পরীক্ষা নিরীক্ষা চলছে সেগুলোতে ব্যবহার করা হচ্ছে এক ধরণের কাঁকড়ার রক্ত। যার নাম ‘হর্সশু ক্র্যাব’ বা 'নাল কাঁকড়া'। বিবিসি বাংলা অনলাইনের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম একটি প্রাণী হলো এই নাল কাঁকড়া। যেখানে ডাইনোসরের বিলুপ্তি হয়ে গেছে অনেক বছর আগেই, সেখানে নাল কাঁকড়া টিকে আছে এখনো। প্রাণী বিজ্ঞানীরা ধারণা করেন এই নাল কাঁকড়ার পৃথিবীতে বিচরণ প্রায় ৪৫ কোটি বছর ধরে। এজন্য নাল কাঁকড়াকে অনেক সময় জীবন্ত জীবাশ্ম বলেও বর্ণনা করা হয়। কোনো টিকা নিরাপদ কিনা তা পরীক্ষার জন্য এই নাল কাঁকড়ার রক্ত খুবই গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে