হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত বিধানাবলী

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ১৫:২৩

আসন্ন হজের মৌসুম। কিছুদিন পর আকাশে জিলহজের চাঁদ উঁকি মারবে। হজযাত্রীরা প্রস্তুতি নেবে হজের। যদিও সীমিত পরিসরেই এবারের হজ আয়োজন। তবে হজ করার আগে হজের পরিপূর্ণ বিধান জানা আবশ্যক। ইসলামের চতুর্থ রোকন হজ। হজ গুরুত্বপূর্ণ ইবাদত, জান মালের ইবাদত। হজ কবুল হলে দুধের শিশুর মতো নিষ্পাপ বান্দা।

তাই মুমিন হৃদয়ে হজের তামান্না, কাবা দর্শনে চোখ শীতলের বাসনা। আল্লাহ যাকে কবুল করেন তাকেই পবিত্র ভূমি দর্শনে নিয়ে যান। শুধু অর্থ নয়, চোখের পানির বদৌলতেও অনেক গরিব মিসকিন বান্দা আল্লাহর ঘর তওয়াফের সৌভাগ্য লাভ করেন। প্রিয় নবীর রওজা মোবারক জিয়ারত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে