You have reached your daily news limit

Please log in to continue


‘ভিউ’ তো ভালোবাসার অন্য নাম

কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনালের গাওয়া ‘আগুন লাগাইলো ’ গানটি কোটি ভিউ ছাড়িয়েছে। এ ‘ভিউ’কে শ্রোতাদের ভালোবাসা হিসেবেই দেখছেন কোনাল। শাকিব খান-বুবলী অভিনীত পাসওয়ার্ড ছবির এ গানের গায়কিই শ্রোতাদের কাছে গানটিকে গ্রহণযোগ্য করেছে বলে মনে করেন তিনি। ‘আগুন লাগাইলো’ কোনালের গাওয়া প্রথম কোনো আইটেম গান। আর কোনো আইটেম গার্ল নন, এ গানে ঠোঁট মিলিয়েছেন সিনেমাটির নায়িকা বুবলী। শাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে গানটি ১ কোটিবারের বেশি দেখা হয়েছে। যদিও গানটি গাওয়া নিয়ে শুরু থেকেই নানা দ্বিধায় ছিলেন কোনাল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন