You have reached your daily news limit

Please log in to continue


ঈদ নাটক ‘লাভ উইথ বেনিফিট’-এর তিনজন

এবারই প্রথম একসঙ্গে একই নাটকে অভিনয় করলেন শাওন, রুহী ও তানিয়া বৃষ্টি। সৈয়দ ইকবালের রচনায় ও মানছুর আলম নির্ঝরের পরিচালনায় ‘লাভ উইথ বেনিফিট’ নাটকে তারা তিনজন অভিনয় করেছেন। নাটকে শাওন রকি, রুহী অর্পিতা ও তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন রিয়া চরিত্রে। আগামী ঈদ উপলক্ষে ‘লাভ উইথ বেনিফিট’ রুহীর প্রথম অভিনীত নাটক। এদিকে শাওন এরইমধ্যে বেশ কয়েকটি ঈদের নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তার স্ত্রী টয়া’র সঙ্গে একটি চমৎকার গল্পের নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘স্বামী কাঠগড়ায়’। নাটকটি নির্মাণ করেছেন জুয়েল হাসান। অপরদিকে বেশকিছুদিন আগেই তানিয়া বৃষ্টি ঈদ নাটকের কাজ শুরু করেছেন। ‘লাভ উইথ বেনিফিট’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুহী বলেন, ‘লাভ উইথ বেনিফিট নাটকটির গল্প চমৎকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন