কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


একটা গোল জীবন তছনছ করে গড়ে যেভাবে

দশ বছর আগে এই দিনে লুইস মারিয়া দিয়েজ পিকাজো ছিলেন রাস্তায়। শত শত স্প্যানিয়ার্ডের মতো তিনিও ভেসে গিয়েছিলেন আনন্দে। দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অর্জন বলে কথা! সেদিন রাতের কথা মারিয়া জীবনে কখনো ভুলতে পারবেন না। জীবন পাল্টে দেওয়া রাত। এলাকায় মারিয়াকে সবাই ডাকে 'এল পিকা' নামে। সেদিন লোগ্রোনোর পাশে এক উৎসবমুখর জায়গায় বন্ধুদের সঙ্গে ছিলেন মারিয়া। বিয়ার, হই-হুল্লোড়, আন্দ্রেস ইনিয়েস্তার গোল, এসব নিয়ে মেতে ছিল সবাই। এটুকু পড়ে মনে হতেই পারে, এ তো আর দশজন স্পেনভক্তের গল্প, এমন আলাদা কি? লোগ্রোনোতেই অবস্থিত মুরিয়েতা ঝর্ণায় বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন মারিয়া। আনন্দের আতিশায্যে সেখানে পা পিছলে পড়ে ঘাড় ভেঙে নেন তিনি। বন্ধুরা না থাকলে হয়তো সলিল সমাধিও হয়ে যেত। পানি ঢুকেছিল ফুসফুসে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চার পাশে কী ঘটছে সব টের পাচ্ছিলেন মারিয়া। ঘাড়ে প্রচণ্ড ব্যথা ও শরীর নড়াতে পারছিলেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন