কলা ওজন বাড়ায় না কমায়? জানুন সঠিক তথ্যটি
সকালের নাস্তায় অনেকেই কলা খেতে ভালোবাসেন। তাছাড়া কলা বেশ পুষ্টিকর একটি ফল, যা সারা বছরজুড়েই পাওয়া যায়। তবে যারা ফিট থাকতে পছন্দ করেন তাদের মতে, কলা খেলে ওজন বেড়ে যায়। আবার কেউ কেউ মনে করেন, কলা খেলে ওজন কমে। কলা নিয়ে কোন তথ্যটি সঠিক চলুন এবার তা জেনে নেয়া যাক।
অন্য যে কোনো ফলের চেয়ে কলায় শর্করার পরিমাণ বেশি। যেমন এককাপ পরিমাণে কাটা আপেলে ৬০ ক্যালোরি থাকে। অন্যদিকে ওই পরিমাণ কলায় ১৩০ ক্যালোরি পাওয়া যায়। যারা ওজন কমাতে চান তাদের জন্য ক্যালোরিসমৃদ্ধ খাবার ক্ষতিকর। কলায় শর্করা ছাড়া আরো অনেক পুষ্টি উপাদান রয়েছে। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি ও সি শরীরের জন্য দারুণ উপকারী। এছাড়া কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণ ফাইবার। যা হজমে সহায়তা করে আবার পেটও ভরে রাখে। এর ফলে অন্য খাবার খাওয়ার আগ্রহ কমে যায়। যার কারণে ওজন বাড়ার আশঙ্কা কম।
- ট্যাগ:
- লাইফ
- ওজন নিয়ন্ত্রণ
- খাবারের পুষ্টিগুণ