![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/11/9326ad977fec70ff71b421f0dc15fcce-5f0957f700a13.jpg?jadewits_media_id=1545987)
হাঁটু প্রতিস্থাপনে জাদুকরি জেল উদ্ভাবন
প্রথম আলো
প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ১২:০৪
হাঁটুতে হাড়ের মধ্যে পাতলা ও পিচ্ছিল তরুণাস্থি জাদুকরি এক জিনিস। বহু বছর ধরে মানুষের ওজন নেওয়ার মতো শক্তি যেমন রাখে, তেমনি অস্থিসন্ধির মধ্যবর্তী স্থানে নরম কুশন হিসেবে যথেষ্ট কোমল। পরীক্ষাগারে এমন কোমল ও মজবুত তরুণাস্থি তৈরি করা কঠিন। তবে যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, তাঁরা পরীক্ষামূলকভাবে একধরনের জেল বা আঠা তৈরি করেছেন, যা তরুণাস্থির মতো মজবুত ও টেকসই হতে পারে।
গুড নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গবেষকেরা বলেছেন, তাঁদের তৈরি জেলে ৬০ শতাংশ পানি ব্যবহার করা হলেও একটি একক কোয়ার্টার আকারের ডিস্কটি ১০০ পাউন্ডের ওজন বহন করতে পারে। এটি পানি শোষণকারী পলিমারের উপাদান দিয়ে তৈরি করা প্রথম হাইড্রোজেল, যা মানুষের তরুণাস্থির মতো ভারী ওজন নিতে সক্ষম।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রতিস্থাপন
- উন্নত চিকিৎসা