টেস্ট ক্রিকেটে পেস বোলাররা বোলিং করার সময় তিন ধরনের মেথড ব্যবহার করার চেষ্টা করেন। এটা সবারই জানা, এই তিন মেথডে বাতাসেই বলকে ঘুরিয়ে দিতে পারেন তারা। যেমন- কনভেনশনাল কিংবা প্রচলিত সুইং, কনট্রাস্ট সুইং এবং রিভার্স সুইং। ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন আরও একটি মেথড যোগ করে নিয়েছেন তার বোলিংয়ের সঙ্গে। রিভার্স রিভার্স সুইং। কি সেটা?
ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকারই পরিচয় করিয়ে দিচ্ছেন অ্যান্ডারসনের সেই বিশেষ অস্ত্র সম্পর্কে। তার মতে, জেমস অ্যান্ডারসনই একমাত্র বোলার, যিনি প্রচলিত ইনসুইঙ্গারের কব্জির অবস্থান নিয়ে ‘রিভার্স আউটসুইঙ্গার’ করাতে পারেন। ভারতের লিটল মাস্টার একে বিপরীত সুইং বলে অভিহিত করেছেন। টেস্টে ১৪বার অ্যান্ডারসনের মুখোমুখি হয়েছিলেন শচিন। এর মধ্যে ৯বারই আউট হয়েছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.