কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বের সর্ববৃহৎ ঘণ্টাটি আজো কেউ বাজাতে পারেনি!

ডেইলি বাংলাদেশ রাশিয়া প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ১১:৩১

বিভিন্ন মন্দিরে আপনারা ঘন্টা বাজাতে দেখেছেন নিশ্চয়! যে ঘণ্টা বাজিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা মন্দিরে গিয়ে পূজা অর্চনা করে থাকেন। এছাড়াও বিভিন্ন উৎসবে ঘণ্টা বাজানো হয়ে থাকে। তবে সেসব ঘণ্টা তো আকারে ছোট হয়ে থাকে। বড়ও আছে হয়ত তবে আজ যে ঘণ্টার বিষয়ে জানাব সেটি বিশ্বের সবচেয়ে বড় ঘণ্টা।

বিশ্বের বৃহত্তম এই ঘণ্টার নাম ‘জার বেল’। রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিন ভবনের পাশেই এর অবস্থান। এই ঘণ্টাটি রাশিয়ার জার পিটার দ্য গ্রেট এর ভ্রাতুষ্পুত্রী আন্না ইভানোভা এর নির্দেশে নির্মিত হয়। অবাক করা বিষয় হলো, এই বিশালাকার এই ঘণ্টাটি কখনো বাজানো হয়নি। ঘণ্টাটির বর্ণনা জার ঘণ্টাটি ইভান গ্রেট বেল টাওয়ার এবং ক্রেমলিন প্রাচীরের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ব্রোঞ্জের তৈরি ঘণ্টাটির নির্মাণ সম্পন্ন হওয়ার পর একটি অগ্নিকাণ্ডের ঘটনায় এতে ফাটল ধরে। বিশ্বের বৃহত্তম এই ঘণ্টার ওজন দুই লাখ ১৯২৪ কিলোগ্রাম। ঘণ্টাটির উচ্চতা ৬ দশমিক ১৪ মিটার এবং ব্যাস ছয় দশমিক ছয় মিটার। এই ঘণ্টার পুরুত্ব ৬১ সেন্টিমিটার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে