লকডাউন এলাকা থেকে বের হওয়ার প্রবণতা কিছুটা কমেছে
ওয়ারীর লকডাউন এলাকা থেকে মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা আগের চেয়ে কিছুটা কমেছে। এখন আর বের হওয়ার জন্য হুটহাট করে কাউকে গেটে ভিড় করতে দেখা যায় না। রোগী ও একান্তই যাদের জরুরি প্রয়োজন তারাই শুধু বের হচ্ছেন। শনিবার (১১ জুলাই) সকালে দুই ঘণ্টা পর্যবেক্ষণ, স্বেচ্ছাসেবক এবং পুলিশের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
শনিবার সকাল ৮-১০টা পর্যন্ত লকডাউন এলাকা ঘুরে দেখা যায়, এলাকায় প্রবেশের সবক’টি গেট বন্ধ। কোনও গেট টপকে কাউকে বাইরে বের হতে বা প্রবেশ করতে দেখা যায়নি। টিপু সুলতান রোডের গেট দিয়ে প্রবেশ এবং হট কেক গলি দিয়ে বের হওয়া যাচ্ছে।