![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/07/11/094759_bangladesh_pratidin_india-army.jpg)
পাকিস্তানি বাহিনীর মর্টার শেলে ভারতীয় সেনা নিহত
চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা কমলেও পাকিস্তানের সঙ্গে তা অব্যাহত রয়েছে। আবারও সীমান্তে পাকিস্তানি বাহিনীর মর্টার শেলে প্রাণ গেল এক ভারতীয় সেনা সদস্যের।
ভারতের প্রতিরক্ষা সূত্রের খবর, রাজৌরির নৌশেরা সেক্টরের LoC-তে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় পাকিস্তানি বাহিনীর মর্টার শেলে গুরুতর ঘায়েল হন ভারতীয় সেনার হাবিলদার এস গুরুং। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সেনা মুখপাত্রের দাবি, রাতে বিনা প্ররোচনায় গুলি ছোড়ে পাকিস্তান। গোলাবর্ষণও করা হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সেনা নিহত
- মর্টার শেল হামলা