You have reached your daily news limit

Please log in to continue


বাউন্টিতে বিদ্রোহ

হাল ভেঙে যে নাবিক অথই সাগরে দিশা হারিয়ে ফেলে, শ্রাবস্তীর কারুকার্যও তখন বিদিশার অন্ধকারের আড়ালে মুখ লুকোয়। তরি দুলে দুলে ওঠে, ফুলেফেঁপে ওঠে রাক্ষসী ঢেউ, পাল ছিঁড়ে কুটি কুটি হয়, লন্ডভন্ড হয় মাস্তুল, তবু এক হিম্মতওয়ালা জওয়ান তখনো আগুয়ান। নাম তাঁর ক্যাপ্টেন উইলিয়াম ব্লাই। ১৮ জন নাবিকে ঠাসা ছোট্ট একটা নৌকায় ভাসছেন তিনি। ডুবু ডুবু অবস্থা সেটার। তার ওপর দক্ষিণ গোলার্ধের ভীষণ প্রতিকূল আবহাওয়া প্রবল আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে ছোট্ট নৌকাটির ওপর। ভাঙাচোরা একটা কম্পাস আর দিন পাঁচেকের খাবার নিয়ে ক্যাপ্টেন ব্লাই প্রশান্ত মহাসাগর পেরিয়ে ভারত মহাসাগরের করাল জলরাশি ডিঙিয়ে স্বদেশভূমি ইংল্যান্ডে পাড়ি দেওয়ার আকাশকুসুম স্বপ্ন দেখছেন। প্রবল ইচ্ছাশক্তি, পাহাড়সমান ব্যক্তিত্ব, আর ক্ষুরধার মস্তিষ্কের বলে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্র জয় করে একদিন ঠিকই দেশে ফিরেছিলেন। তার আগে ঘটে যায় অবিশ্বাস্য সব ঘটনা। কিন্তু এমন একজন যোগ্য নেতাকেই–বা এই করুণ অবস্থায় পড়তে হয়েছিল কেন?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন