![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F11%2Frajhsahi.jpg%3Fitok%3DTm4CqlBQ)
রাজশাহীতে হোম কোয়ারেন্টিনে থাকা নারী কনস্টেবলের আত্মহত্যা
রাজশাহীতে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় কীটনাশক পানে মিতা খাতুন (২২) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন। মিতা রাজশাহীর পবা উপজেলার কেচুয়াতৈল গ্রামের মনসুর আলীর মেয়ে। মিতার স্বামী শরিফুল ইসলামও পুলিশ কনস্টেবল। তিনিও রাজশাহীর এয়ারপোর্ট থানায় কর্মরত। তাঁর গ্রামের বাড়ি বগুড়ায়। পরিবারের সদস্যরা জানিয়েছে, মিতা হৃদরোগ এবং কিডনির মতো জটিল রোগে ভুগছিলেন। তবে কীটনাশক পানের বিষয়ে তারা কোনো কথা বলতে চায়নি। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘গত ৩০ জুন মিতা বাড়িতে কীটনাশক পান করেন। তখন তিনি ১৪ দিনের হোম কোয়া