ভারতে কবে আসছে ভ্যাকসিন, জানানো হল পার্লামেন্টারি কমিটিকে
মহামারীর মধ্যে আশার কথা হল, ভারতে এগোচ্ছে ভ্যাকসিন তৈরির কাজ। কিন্তু কবে বাজারে আসবে এই ভ্যাকসিন? কবে মানুষকে প্রতিষেধক দেওয়া হবে? তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। একদিকে ১৫ আগস্ট দিন নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আবার গবেষকরা বলছেন, এত তাড়াহুড়ো করা ঠিক নয়। শুক্রবার দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিকে এই বিষয় নিয়ে জানালেন সরকারি কর্মকর্তারা। তারা জানিয়েছেন, আগামী বছরের আগে করোনার প্রতিষেধক আসা সম্ভব নয়।
চলতি মাসের শুরুর দিকে আইসিএমআর একটি লক্ষ্য নির্ধারণ করেছিল। একটি মেমোতে জানানো হয়েছিল যে ১৫ আগস্টের মধ্যে ভ্যাকসিন আনার চেষ্টা চলছে। বিরোধীরা বলছেন, নরেন্দ্র মোদির রাজনৈতিক স্বার্থ মেটাতেই তাড়াহুড়ো করে ভ্যাকসিন আনার কথাবার্তা চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.