যে দশবার ‘স্বজনপ্রীতি’ জিতেছে ফিল্মফেয়ার
নেপোটিজম, নেপোটিজম, নেপোটিজম! আগে থেকেই বলিউডে শব্দটা জনপ্রিয় ছিল। আর এবার সুশান্ত সিং রাজপুতের ‘আত্মহত্যা’র পর বলিউডের সবচেয়ে জনপ্রিয় শব্দ হয়ে দাঁড়িয়েছে নেপোটিজম বা স্বজনপ্রীতি। বলিউড তারকা হওয়র সবচেয়ে সহজ আর শর্টকাট পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে বলিউড তারকার সন্তান বা আত্মীয় হওয়া। বলিউডে স্বজনপ্রীতি ছিল, আছে আর থাকবে। এর মধ্যেই বহিরাগতরাও মেধা আর পরিশ্রম দিয়ে স্থান করে নেবে।
বলা হচ্ছে, বলিউডের স্বজনপ্রীতিকে শক্তভাবে শিকড় গড়তে ৩০ বছর ধরে ফিল্মফেয়ার সঙ্গ দিয়েছে। অনেকে বলেন, স্বজনপ্রীতির সঙ্গে থাকতে হয় আসলে। দেখে নেওয়া যাক, যে দশবার স্বজনপ্রীতি হাতে তুলল 'সেরা নবাগত বা নবাগতা' (নারী ও পুরুষ) হিসেবে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পর বলিউডের অন্যতম 'মর্যাদাপূর্ণ' পুরস্কার, ফিল্মফেয়ার।