হ্যালুসিনেশন হতে পারে করোনা রোগীর?
কালের কণ্ঠ
প্রকাশিত: ১০ জুলাই ২০২০, ২১:৫৬
করোনা সংক্রমণে মস্তিষ্কের রোগ হতে পারে, এমন দাবি আগেই করেছিলেন বিজ্ঞানীরা। এমনও দাবি ছিল, সংক্রমণ গভীরে পৌঁছালে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে তীব্র প্রদাহ হতে পারে, স্মৃতি হারানোর ঝুঁকিও বাড়তে পারে। তবে সম্প্রতি ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের বিজ্ঞানীরা দাবি করেছেন, কভিড সংক্রমণ মৃদু বা মাঝারি হলেও 'ব্রেন ড্যামেজ' হওয়ার আশঙ্কা থেকে যায়। স্নায়ুর রোগ, স্ট্রোক হতে পারে রোগীর। হ্যালুসিনেশনও হতে পারে রোগীর।
'ব্রেন' জার্নালে এই গবেষণার রিপোর্ট সামনে এনেছেন বিজ্ঞানীরা। ৪০ জন কভিড পজিটিভ রোগীর শারীরিক পরীক্ষা করে গবেষকরা দাবি করেছেন, ওই রোগীদের প্রত্যেকেরই নিউরোলজিক্যাল সিম্পটম দেখা গেছে।