![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/10/02f2e95af0bafc0c5979e054957b478d-5f0873a93b31d.jpg?jadewits_media_id=1545852)
বাবার হত্যার প্রমাণ জোগাড় করল মেয়ে
জর্জ করেনজো কাজ করতেন কুইন্সের স্থানীয় দুটি কার ওয়াশের দোকানে। গত ২০ জুন মধ্যরাতে জ্যামাইকা অ্যাভিনিউতে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথায় ছিল গুরুতর আঘাত। পরদিন ২১ জুন স্থানীয় একটি হাসপাতালে মারা যান ৭৬ বছর বয়সী জর্জ। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি কোনোভাবে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং সেই আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়। যদিও জর্জের পরিবার থেকে একে হত্যাকাণ্ড হিসেবে দাবি করা হয়। কিন্
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- প্রমাণাদি
- বাবার মৃত্যু