কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমেরিকায় পড়তে আসা শিক্ষার্থীরা দুশ্চিন্তায়

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১০ জুলাই ২০২০, ১৯:৫২

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আসন্ন সেমিস্টারে সব ক্লাস অনলাইনে যাবে, সেসব প্রতিষ্ঠানের বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের পর অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা দুশ্চিন্তায় পড়েছেন।

এমনকি যাঁদের পড়তে যাওযার কথা ছিল, তাঁরাও অনিশ্চয়তায় আছেন। নাম প্রকাশে যুক্তরাষ্ট্রের ওয়াইনি স্টেট ইউনিভার্সিটিতে পড়ুয়া এক বাংলাদেশি প্রথম আলোকে বলেন, তিনি ওই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শেষ পর্যায়ে আছেন। আগস্টে শুরু হওয়া ফল সেমিস্টারে পিএইচডি শুরু করতে যাচ্ছেন। ওই সিদ্ধান্তের পর তাঁদের মতো অনেকেই দুশ্চিন্তায় আছেন।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহযোগিতার মনোভাব দেখিয়ে যাচ্ছে। অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে,  তাঁরা কিছু কোর্স অনলাইনে ও কিছু স্বশরীরে উপস্থিতির ভিত্তিতে করার চেষ্টা করছে। এ নিয়ে আলোচনাও চলছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ ৬ জুলাই জানিয়েছে, আসন্ন সেশনে (ফল সেমিস্টার) আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো যদি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যায়, তবে ওই দেশে থাকা বিদেশি শিক্ষার্থীদের আমেরিকা ছাড়তে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে