কমিউনিটি সেন্টারে জ্বলছে না রঙিন বাতি, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
দেশের করোনা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে সকল বিয়ে-শাদি, সভা-সেমিনার, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। থমকে আছে দেশের অন্য জেলার মতো যশোরের কমিউনিটি সেন্টারগুলোও।
এতে মহা বিপাকে পড়েছে কমিউনিটি সেন্টার ব্যবসায়ীরা। একদিকে বন্ধ রয়েছে আয়, আর আরেকদিকে ফুরিয়ে আসছে জমানো টাকা। ফলে মানবেতর জীবন যাপন করছেন তারা।
ব্যবসায়ীরা বলছেন, বছরজুড়ে বুকিং দেয়া সবধরনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। যেখানে দম ফেলার ফুরসত পেতেন না কর্মীরা, সেখানে এখন অলস ও বেকার হয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। বিপুল পরিমাণ এই ক্ষতির বোঝা সামলে ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোটা উঠেছে বড় চ্যালেঞ্জ!