কাশ্মীরে হামলার ছক আইএসের, জঙ্গি প্রশিক্ষণ চলছে অনলাইনে!
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে পৃথিবী তার পুরানো ছন্দ হারিয়েছে। মানুষ জীবনযাপন করেছে ঘরবন্দি। তবে হাত গুটিয়ে বসে নেই জঙ্গি সংগঠনগুলো। করোনা আতঙ্কের মাঝেই তাদের সন্ত্রাসের জাল বিছিয়ে চলেছে তারা। নতুন করে তরুণদের দলে ভিড়তে তরুণদের মগজধোলাই থেকে জঙ্গি প্রশিক্ষণ, দলে লোক বাড়ানো থেকে হামলার নির্দেশ দেওয়া, সবটাই চলছে এখন অনলাইনে।
জঙ্গি সংগঠনগুলো সাইবার গোয়েন্দাদের চোখ এড়িয়ে কিভাবে এই কাজ করে যায়, তা রপ্ত করে ফেলছে। ইসলামিক স্টেট বা আইএস তাদের ম্যাগাজিনে সেই কায়দা-কানুনের কথা ফলাও করে ছেপেছে। তবে সবচেয়ে ভয়ের বিষয় হল, আইএস এবার পাখির চোখ করেছে ভারতের জম্মু-কাশ্মীরকে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে, আইএস নতুন করে নতুন কৌশলে গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা শুরু করছেন।