কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মানুষের জীবন রক্ষায় নীল রক্ত দিয়ে যাচ্ছে লাখ লাখ রাজকাঁকড়া

১০টি চোখ, শরীরের উপরে শক্ত আবরণ আর ছোট্ট লেজবিশিষ্ট প্রাণী। তাদের প্রজাতিটি পৃথিবীতে বিচরণ করছে ৩০ কোটি বছরেরও বেশি সময় ধরে। আর মানবজাতি প্রাণঘাতী রোগ থেকে নিজেদের রক্ষা করতে যুগ যুগ ধরে ব্যবহার করছে এই শক্ত খোলসবিশিষ্ট সামুদ্রিক প্রাণিটির ফ্যাকাশে নীল রক্ত! বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনালেও, এটি কিন্তু বেশ পুরনো বিজ্ঞান। এই প্রাণিটিকে বলা হয় হয় ‘জীবন্ত জীবাশ্ম’। সম্ভবত প্রজাতির বয়সের কারণেই। এটি পরিচিত রাজকাঁকড়া (হর্সহো ক্র্যাব) নামে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন