![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Killiong-by-Gun-2007101034.jpg)
কক্সবাজারে গোলাগুলিতে সন্ত্রাসী গুরাপুতুর নিহত
কক্সবাজারে দুই গ্রুপের গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী সৈয়দ আহমদ ওরফে গুরাপুতুর নিহত হয়েছেন। শুক্রবার ভোরে কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গুরাপুতু কক্সবাজার শহরের ইসুলুঘোনা এলাকার সাব্বির আহমেদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ সাতটি মামলা রয়েছে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো. শাহজাহান কবীর জানান, ভোরে ইয়াবার বিরোধ নিয়ে দুই গ্রুপের গোলাগুলির খবরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ গুরাপুতুকে উদ্ধার করা হয়। পরে তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।