শাহেদের গ্রেপ্তার ও বিচার চান তার জন্মস্থান সাতক্ষীরার মানুষ
রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের দুনীর্তির গল্পে বিস্মিত তার জন্মস্থান সাতক্ষীরার মানুষ। এক সময়ের সাতক্ষীরার আওয়ামী লীগ নেত্রী শাফিয়া করিমের একমাত্র সন্তান তিনি। স্থানীয়রা বলছেন, পেশাদার এ প্রতারক একদশক আগে পৈত্রিক সহায়-সম্পত্তি বিক্রি করে ঢাকায় বসতি গড়ে তোলে। সার্টিফিকেট জালিয়াতি করা সাধারণ পরিবারের সন্তান কিভাবে রাজধানীতে গিয়ে লোক ঠকানোর ব্যবসায় নামে সে প্রশ্ন এখন সবার।
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদ সাতক্ষীরা এক সময়ের জেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শাফিয়া করিমের একমাত্র পুত্র। দেশ ভাগের সময় শাহেদ করিমের পূর্ব পুরুষরা ভারত থেকে বিনিময় সূত্রে সাতক্ষীরা শহরে বসতি স্থাপন করে। তার পিতার নাম সিরাজুল করিম।