![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/10/09d877481a1c3cd712b66acc55112fb5-5f07d6b5051a6.jpg?jadewits_media_id=1545664)
কোভিডমুক্ত ‘গরিবের ডাক্তার’
রাত-দিন মানুষকে বিনা পয়সায় চিকিৎসাসেবা দেন। কেউ আসেন তাঁর চেম্বারে, কেউ নেন টেলি মেডিসিন। সারা দিন রোগীর সেবায় মগ্ন থাকেন তিনি। কোনো ক্লান্তি নেই তাঁর। কর্মব্যস্ত দিন শেষে সবাই যখন ঘরে ফেরেন, তখন তিনি মধ্যরাতে শহরের প্রাণকেন্দ্রে চায়ের দোকানে বসে ভাসমান শ্রমজীবী মানুষকে বিনা পয়সায় চিকিৎসাসেবা ও ওষুধ দেন। বগুড়ার মানুষের কাছে ‘গরিবের ডাক্তার’ হিসেবেই পরিচিত এই চিকিৎসকের নাম সামির হোসেন।