আধুনিক পাটকল করব : অভিজ্ঞরা চাকরি পাবে
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে দল-মত নির্বিশেষে দেশব্যাপী চলমান দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী পাটকল বন্ধে সরকারের পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরে বলেন, পাটকল আধুনিক করা হবে। যারা অভিজ্ঞ তারা চাকরি পাবেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে কে কোন দলের সেটা বড় কথা নয়, দুর্নীতি ও অনিয়মে জড়িতদের আমরা ধরে যাচ্ছি। দুর্নীতিবাজ যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, নেব এবং এটা অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা ৯ জুলা বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশনের সমাপনী ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতির সঙ্গে জড়িত, অনিয়মে জড়িত, আমরা যাকেই পাচ্ছি এবং যেখানেই পাচ্ছি তাকে ধরছি। আর ধরছি বলেই, চোর ধরে যেন চোর হয়ে যাচ্ছি।’