![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F09%2Fnepal.jpg%3Fitok%3DdQGg4plk)
নেপালে এবার ভারতীয় টিভি চ্যানেল বন্ধ
এনটিভি
প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ২২:০০
সীমান্ত বিরোধের জেরে ভারতের সঙ্গে নেপালের উত্তেজনা বাড়ছেই। এমন পরিস্থিতিতে বড় পদক্ষেপ গ্রহণ করল নেপাল সরকার। দেশটিতে ভারতীয় দূরদর্শন টিভি ছাড়া বাকি সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে তারা।