এককালীন সম্মানী পাচ্ছেন করোনা চিকিৎসাসেবায় নিয়োজিতরা

বণিক বার্তা বাংলাদেশ সচিবালয় প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ২১:০০

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় সরাসরি নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এককালীন বিশেষ সম্মানী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সম্মানীর পরিমাণ হবে দুই মাসের মূল বেতনের সমপরিমাণ।

এ বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়ে আজ বৃহস্পতিবার একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোহম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত পরিপত্রটির নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রের নির্দেশনায় বলা হয়েছে, এ সম্মানীর আওতায় শুধু করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও সেবাকর্মীরা এককালীন দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও