ডুবে ডুবে সাঁকো তৈরি, গ্রামবাসীর মুখে হাসি
হঠাৎ বন্যা। এটা নতুন কিছু নয়। এমন হয় প্রতিবছরই। এ নিয়ে গ্রামবাসীর পূর্বপ্রস্তুতি থাকলেও এবার তেমন প্রস্তুতি ছিল না। প্রস্তুতি থাকবেই–বা কী করে, করোনাভাইরাসের ভয়াল থাবায় জনমনে এক দুশ্চিন্তার ছাপ পড়েছে। তারা এখন খেয়ে–পরে বাঁচার তাগিদে ব্যস্ত।
বলছিলাম সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের হাপানিয়া গ্রামের চলাচলের প্রধান রাস্তাটি বন্যায় তলিয়ে যাওয়ার কথা। জুন মাসের শেষ দিকে হুট করেই তলিয়ে যায় রাস্তাটি।