৬ দফা দাবিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের দুই ঘণ্টার কর্মবিরতি
ছয় দফা দাবিতে সারাদেশের সব সরকারি হাসপাতাল ও চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টরা বেলা ১১ টা থেকে ১টাপর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) আহ্বানে এ কর্মবিরতি পালন করা হয় । তবে কর্মবিরতির মাঝেও জরুরি সেবা প্রদান অব্যাহত ছিল। নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে তারা বলেছেন, স্বাস্থ্য অধিদফতরের উদাসীনতার কারণে মেডিক্যাল টেকনোলজিস্টরা কর্মবিরতির মতো কমসূচি পালন করতে বাধ্য হয়েছেন।